ভিডিও

১৬ দিনে গ্রেফতার ১৩৭ শিশু-কিশোর 

প্রকাশিত: আগস্ট ০২, ২০২৪, ০২:৩৮ দুপুর
আপডেট: আগস্ট ০২, ২০২৪, ০২:৩৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হয়ে ১৬ দিনে ১৩৭ শিশু-কিশোর টঙ্গী শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রে এসেছে। 
বৃহস্পতিবার টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সমাজ সেবা অধিদপ্তরের পরিচালনায় টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের দায়িত্বশীল সূত্র জানায়, ১৫ জুলাই থেকে ১ আগস্ট বেলা ১১টা পর্যন্ত ১৩৭ জন শিশু-কিশোর বন্দি এখানে এসেছে। ১৪ জুলাই বন্দির সংখ্যা ছিল ৫৭৩ জন। বর্তমানে এই সংখ্যা ৬১০ জন। দেশের বিভিন্ন আদালতের আদেশে বিভিন্ন মামলায় এরা বন্দি। 

৫ দশমিক ৩৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশে শিশু-কিশোর অপরাধীদের অন্যতম বন্দিশালা টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)। ধারণক্ষমতার চেয়ে চার গুণ বেশি থাকা এই বন্দিশালায় শিশু ও কিশোরদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ডাক্তার ও নার্স নেই।

একটি পাঁচতলা ও একটি দোতলা ভবনে থাকে শিশু-কিশোর বন্দিরা। এই বন্দিশালার ধারণক্ষমতা ২০০ জন। এখানে আছে ৬১০ জন বন্দি। তবে অনুমোদন করা আছে ৩০০ বন্দি থাকার।

সমাজসেবা অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক আনোয়ারুল করিম জাগো নিউজকে বলেন, এখানে শিশু বন্দিদের আসা-যাওয়া নিয়মিত ঘটনা। আদালতের নির্দেশেই শিশুরা এসে থাকে। বৃহস্পতিবার পর্যন্ত ৬১০ জন বন্দি রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS