ভিডিও

৬ উইকেটে ১১৭ রান নিয়ে লাঞ্চে পাকিস্তান, লিড ১২৯

প্রকাশিত: সেপ্টেম্বর ০২, ২০২৪, ০২:০২ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০২, ২০২৪, ০২:৫১ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : লাঞ্চের আগে পর্যন্ত পাকিস্তানের স্কোর ৬ উইকেট হারিয়ে ১১৭ রান। লিড ঠেকেছে ১২৯ রানে। সকালের স্পেলে ৫ ওভার বল করে নাহিদ তুলে নিয়েছেন ৩ উইকেট। খরচ করেছেন ২২ রান। অপর উইকেট গিয়েছে তাসকিন আহমেদের ঝুলিতে। দুই পেসারের কল্যাণে চতুর্থ দিনের এক সেশন শেষে রাওয়ালপিন্ডি টেস্টে স্বপ্ন দেখছে টাইগাররা। 

আজ চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, সঙ্গে ৬ রান নিয়ে অপরাজিত সাইম আইয়ুব। দিনের নবম ওভারে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাসকিন আহমেদকে ড্রাইভ করতে গিয়ে মিড অফে নাজমুল হোসেনের দারুণ ক্যাচে ফিরেছেন সাইম আইয়ুব। সাইম আগের দিনের ৬ রানের সঙ্গে যোগ করেন আরও ১৪ রান। ৫০ রানে পাকিস্তানের ৩য় উইকেটের পতন ঘটে। টানা ৬ ওভার তাসকিনের স্পেল শেষে আক্রমণে এসেই উইকেট পেলেন নাহিদ রানা। শান মাসুদ কাট করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে থাকা লিটন দাসের কাছে। ৬২ রানে ৪ উইকেটের পতন। লিড ৭৪ হওয়ার মাঝেই পাকিস্তান হারায় ৪ উইকেট। খানিক বাদেই ফিরলেন বাবর আজমও। উইকেট সেই নাহিদ রানার। স্লিপে ক্যাচ নিয়েছেন সাদমান ইসলাম। ফোর্থ স্ট্যাম্পে থাকা বলটা ফ্রন্টফুটে ডিফেন্স করতে চেয়েছিলেন। তবে দেরি করে ফেলেছিলেন। তাতেই নাহিদ পেলেন নিজের দ্বিতীয় উইকেট। ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ওপর চাপ ফেলেছিল টাইগারদের পেস ইউনিট। 

পরের বলেই নতুন ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও একইভাবে ক্যাচ তুলেছিলেন। তবে এবারে ক্যাচ ফেলেছেন সাদমান। এরপরেই অবশ্য রিজওয়ান এবং সালমান আলী আঘা গড়ে তোলেন প্রতিরোধ। দুজনের ব্যাট থেকে এখন পর্যন্ত এসেছে ৩৬ রানের পার্টনারশিপ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS