ভিডিও

আজ নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ!

প্রকাশিত: সেপ্টেম্বর ০৩, ২০২৪, ১১:২০ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৩, ২০২৪, ০৪:০২ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার পাকিস্তানকেই তাদের মাঠে ক্রিকেটের এই ফরম্যাটে বাংলাওয়াশ করার দ্বারপ্রান্তে টাইগাররা। যার জন্য প্রয়োজন মাত্র ১৪৩ রান, হাতে ১০ উইকেট। ম্যাচটিতে জিতলেই টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশের বিরল স্বাদ পাবে বাংলাদেশ। 

ম্যাচ জিততে বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দেয় স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম শুরু করেন দুর্দান্ত। বাংলাদেশও স্বপ্ন পূরণের পথে এগোতে থাকে। তবে রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনের শেষ ঘণ্টার খেলা আলোকস্বল্পতায় ও বৃষ্টিতে পণ্ড হয়। তাতে স্কোরবোর্ডে বিনা উইকেটে ৪২ রান তুলে দিন শেষ করে সফরকারীরা। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পঞ্চম ও শেষ দিনে ১৪৩ রান করতে পারলেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত হবে। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS