ভিডিও

ছেলেকে গোল উৎসর্গ রোনালদোর, অভিষেক ম্যাচ রাঙালেন পিওলি

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ১০:০৬ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৪, ১০:০৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘সিউ’ উদযাপন দেখেই অভ্যস্ত ভক্তরা। মাঝে মাঝে এর ব্যতিক্রম কিছু হলেও খারাপ হয় না।

সেটি ভেবেই বছরের পর বছর একই উদযাপন দেখে আসা ভক্তদের একঘেয়েমি কাটাতে এবার নতুনত্ব আনলেন রোনালদো! প্রথমে তাকে দেখে এমনটাই মনে হয়েছিল। পরক্ষণেই উন্মোচিত হলো অন্য ঘটনা-উদ্দেশ্য।

গতকাল শুক্রবার সৌদি প্রো লিগের নিয়মিত সেশনে আল ইত্তেফাকের বিপক্ষে গোলের পর বরাবরের মতো ‘সিউ’ উদযাপন করেন রোনালদো। এরপর গ্যালারির দিকে তিন আঙুল তুলে অন্য কিছু ইঙ্গিত করেন পর্তুগিজ তারকা। মূলত, ছেলে রোনালদো জুনিয়রের উদ্দেশে এই উদযাপন করেন সিআরসেভেন। দলের হয়ে প্রথম গোল করে তা ছেলেকে উৎসর্গ করেন রোনালদো।

এদিন রোনালদোরা মাঠে নামার আগে আল নাসরের জুনিয়র দলের হয়ে দুটি গোল করেছিলেন রোনালদো জুনিয়র। বাবা-ছেলে মিলে আল নাসরের হয়ে একই দিনে ৩ গোল করলেন, এমন বার্তায় দিয়েছিলেন রোনালদো।

ছেলেকে রোনালদোর গোল উৎসর্গের দিনে ৩-০ গোলে জয় পেয়েছে আল নাসর।

এদিন আল নাসরের ডাগআউটে প্রথমবারের মতো দাঁড়িয়েছিলেন স্টেফানো পিওলি। অভিষেক ম্যাচ দারুণভাবে রাঙালেন ইতালিয়ান ক্লাব এসি মিলানের সাবেক এই কোচও।

অ্যাওয়ে ম্যাচে ৩৩ মিনিটে রোনালদোর গোলে লিড নেয় আল নাসর। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। বাকি দুই গোল করেন সালেম আল নাজদি (৫৬ মিনিটে) ও অ্যান্ডারসন টেলিস্কা (৭০ মিনিটে)।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS