ভিডিও

দুর্জয়ের দুই যুগের রেকর্ড ভাঙলেন ব্র্যান্ড

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৫, ২০২৪, ০২:৪৮ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০৫, ২০২৪, ০২:৪৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক নিল ব্র্যান্ড। ক্যারিয়ারের প্রথম টেস্টেই নেতৃত্বে তিনি। দলে ছয় নবাগতের মধ্যে তিনিও একজন। তবে ম্যাচটা বল হাতে স্মরণীয় করে রাখলেন এই স্পিনার। বাংলাদেশের প্রথম টেস্টে সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের গড়া ২৪ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দিলেন ব্র্যান্ড।

ব্র্যান্ড প্রথম ইনিংসে ১১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। টেস্ট অভিষেকেই দলের অধিনায়ক হিসেবে সেরা বোলিং ফিগারের দেখা পেলেন তিনি। দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের আউট হওয়া ৮ জনের মধ্যে ছয়জনই তার শিকার। রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, টিম সাউদিকে ফেরান ব্র্যান্ড। ২০০০ সালের নভেম্বরে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ তাদের প্রথম টেস্ট খেলতে নেমেছিল ভারতের বিপক্ষে। ওই ম্যাচে নেতৃত্ব দেন দুর্জয়, সেটা ছিল তারও প্রথম ম্যাচ। ওই সময় ১৩২ রান দিয়ে ৬ উইকেট নেন বাংলাদেশি তারকা।

টেস্ট ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অভিষেক ম্যাচে অধিনায়ক হিসেবে ওইবার পাঁচ উইকেট নেন দুর্জয়। ১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার অব্রে স্মিথ এই কীর্তি প্রথমবার গড়েন। এসএ টি-টোয়েন্টিতে শীর্ষস্থানীয় খেলোয়াড়দের ছাড় দেওয়ায় দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নেমেছে। অনভিজ্ঞ দল নিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড ৫১১ রান করেছে, জবাবে ৮০ রানে চার উইকেট নেই প্রোটিয়াদের।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS