ভিডিও

আজ কলকাতায় মুখোমুখি বাংলাদেশের সানজিদা-সাবিনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৫, ২০২৪, ০৪:১২ দুপুর
আপডেট: আগস্ট ২৫, ২০২৪, ০২:২৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ানস ওমেনস ফুটবল লিগের ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবের সানজিদা আক্তার ও কিকস্টার্ট এফসি’র সাবিনা খাতুন মুখোমুখি হবে। এই দুই জনই খেলছে কিন্তু দেখা হবে আজ। খেলা শুরু হবে বেলা ৩টায়। কদিন আগেই সাবিনার দল কিকস্টার্ট ব্যাঙ্গালুরুতে খেলে কলকাতায় এসেছে। দুই জনের মধ্যে কথাও হয়েছে। 

ইস্টবেঙ্গল ক্লাবের নারী দলের প্রথম বাংলাদেশি ফুটবলার সানজিদা আক্তার। ১০ নম্বর জার্সি গায়ে খেলছেন। গতকাল কলকাতায় ম্যাচ প্রিভিউ সংবাদ সম্মেলনে সানজিদাকে নিয়ে আলাদা করে প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নের জবাবে কোচ দিপঙ্কর বিশ্বাস বলেছেন, ‘সানজিদা নতুন একটি দেশে এসেছে। এখানে নতুন দল, নতুন পরিবেশ। খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিতেও একটু সময় লাগছে। সানজিদা খুব ভালো অ্যাটাকার, ভালো উইঙ্গার ভালো খেলে। ওকে সময় দিতে হবে। ভালো খেলবে।’ 

সানজিদা এমন এক সময় খেলতে গেছে যখন ইস্টবেঙ্গল ক্লাবের ৭ খেলায় জয় রয়েছে ১টি, ড্র ১টি। হারের সংখ্যা বেশি। আজ কিকস্টার্টের বিপক্ষে হোম ম্যাচের আগে এই দলের কাছে হেরেছিল ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাবের গুরুত্বপুর্ণ একাধিক ফুটবলার এখন ঢাকায়। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে খেলছেন ভারতের জার্সি গায়ে। দলের একাধিক ফুটবলার না থাকায় কোচের দুর্ভাবনা রয়েছে অন্যদিকে নাকি তার ভালো লাগাও আছে। দিপঙ্কর বিশ্বাস বললেন, ‘আমাদের দলের ফুটবলার জাতীয় দলে খেলছে। এটা খুবই ভালো। দেশের হয়ে খেলবেন এটাই তো স্বাভাবিক।’

সানজিদা বললেন, ‘একার পক্ষে ম্যাচ জেতা সম্ভব না। মেসি রোনালদো এক খেলে ম্যাচ জেতাতে পারে না। উনারা ভালো খেলতে পারেন। কিন্তু ভালো খেলাটা নির্ভর করছে দলের অন্য খেলোয়াড়দের কাছ থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন। সেটাও নির্ভর করছে।’ সানজিদা কলকাতায় খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। কিন্তু সেই আঘাত খুব বেশি গুরুতর না বলে জানিয়েছেন তিনি। বুটের আঘাতে ব্যথা পেয়েছেন সানজিদা। প্রথম কয়েক দিন ব্যথা থাকলেও এখন অনেকটাই কমেছে। মাথার আঘাত শেষ না হতে পায়ের আঙ্গুলেও ব্যথা পেয়েছেন তিনি। সানজিদা বললেন, ‘পায়ের বুড়ো আঙ্গুলে ব্যথা পেয়েছি। একটু সমস্যা হচ্ছে।’

ইস্টবেঙ্গল ক্লাবের বিপক্ষে খেলে ঢাকায় ফিরবেন কিকস্টার্ট এফসির সাবিনা খাতুন। জানা গেছে, সাবিনার মা অসুস্থ। এ কারণে দ্রুত দেশে ফিরবেন বলে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS