ভিডিও

যুব ও ক্রীড়ার সংসদীয় কমিটিতে মাশরাফি-সাকিব

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৬, ২০২৪, ০৩:৫৮ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০৬, ২০২৪, ০৩:৫৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের (গাজীপুর-২) সভাপতিত্বে গঠিত এই কমিটিতে সদস্য আছেন আট সংসদ সদস্য।

এদিন অধিবেশনে মোট ১৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিগুলোর মধ্যে ১৪টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং দুটি সংসদ সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সদস্য হিসেবে আছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান, মাশরাফী বিন মোর্তুজা (নড়াইল-২), শফিকুল ইসলাম শিমুল (নাটোর-২), মাইনুল হোসেন খান (ঢাকা-১৪), আব্দুস সালাম মুর্শেদী (খুলনা-৪), সাকিব আল হাসান (মাগুরা-১), সোলায়মান সেলিম (ঢাকা-৭) ও মহিউদ্দিন মহারাজ (পিরোজপুর-২)।

এর মধ্যে মাশরাফি বিন মুর্তজা গত সংসদেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। অন্যদিকে সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সোমবার মাগরিবের নামাজের বিরতির পর সংসদের বৈঠক শুরু হলে জাতীয় পার্টির দুই সদস্য অনির্ধারিত আলোচনায় অংশ নেন। এরপর স্পিকার সংসদীয় স্থায়ী কমিটির গঠনের জন্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে ফ্লোর দেন। চিফ হুইপের প্রস্তাব অনুযায়ী মন্ত্রণালয় সম্পর্কিত ১৪টি সংসদীয় স্থায়ী কমিটি কণ্ঠভোটে পাস হয়। পরে স্পিকার তার ক্ষমতাবলে সংসদ সম্পর্কিত দুটি কমিটি মনোনয়ন দেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS