ভিডিও

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বিশ্রাম চাইবেন সাকিব!

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৬, ২০২৪, ০৪:৩৪ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০৬, ২০২৪, ০৪:৩৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : চোখের সমস্যা নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা চালিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। যদিও তিনি বলছেন, চোখ ঠিক আছে। কিন্তু কোথায় সমস্যা খুঁজে বের করার চেষ্টা করছেন। এদিকে বিপিএলের পরপর শ্রীলঙ্কা সিরিজ থাকলেও অধিনায়ক সাকিব টি-টোয়েন্টি থেকে বিশ্রাম চেয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সাকিব না খেললে এই সংস্করণে অন্তর্র্বতীকালীন অধিনায়ক ঠিক করতে হবে। জানা গেছে, সাকিব এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে চিঠি দেননি। তবে মৌখিকভাবে তিনি টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামের বিষয়টি জানিয়ে রেখেছেন সংশ্লিষ্ট বিভাগকে। 

১ মার্চ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। দুই দিন অনুশীলনের পর ৪ মার্চ থেকে সিলেটে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ হবে ৬ ও ৮ ফেব্রুয়ারি। টি-টোয়েন্টি সিরিজ শেষ হলে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ মার্চ থেকে। বাকি দুই ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। এরপর ২২ মার্চ সিলেটে প্রথম টেস্ট ও ৩০ মার্চ চট্টগ্রামে শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS