ভিডিও

কোরিয়ার হারের দায় নিলেও পদত্যাগ করবেন না ক্লিন্সম্যান

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৭, ২০২৪, ০৪:৫৯ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০৭, ২০২৪, ০৪:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপে ১৯৬০ সালে সর্বশেষ শিরোপা জেতা দক্ষিণ কোরিয়া দ্বিতীয় রাউন্ডেই ছিটকে যেত। টানা জম্বি ঘরানার ফুটবল খেলে শেষ পর্যন্ত নিশ্চিত করে সেমিফাইনাল। তবে শেষ চারে অঘটনের জন্ম দিয়ে তাদের বিদায় করেছে জর্ডান। কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান ২-০ গোলের এই লজ্জাজনক হারের দায় নিজের কাঁধে নিলেও পদত্যাগের কথা ভাবছেন না।

এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়া ফেভারিট হিসেবে অংশ নিয়েছিল। তার ওপর প্রতিপক্ষ জর্ডান ছিল র‌্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ৬৪ ধাপ পিছিয়ে। সেই দলটি এই আসরের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে গতকাল। সাবেক জার্মান ও যুক্তরাষ্ট্র কোচ শিষ্যদের এই ফলাফলে বলেছেন, ‘কোনও দলে একটি টুর্নামেন্টে কেমন করে তার জন্য সব দায় কোচের। অবশ্যই আমাদের লক্ষ্য ছিল ফাইনাল। কিন্তু সেটা করতে পারিনি।’ ব্যর্থতা স্বীকার করে ক্লিন্সম্যান বলেছেন, ‘এটা স্বীকার করতে হবে। এমন ফলাফল মেনেও নিতে হবে। জর্ডান যেভাবে খেলেছে তাতে এটাই হওয়ার কথা ছিল।’

এক বছর আগে নিয়োগ পেলেও ক্লিন্সম্যান কোরিয়ান ভক্তদের মন জয় করতে পারেননি। তার ওপর এমন একটা দলের কোচ হয়েছেন, যাকে বলা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সোনালী প্রজন্ম। এই ব্যর্থতায় পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নে দক্ষিণ কোরিয়া কোচ বলেছেন, ‘আমি এখন এসব কিছু করার পরিকল্পনা করছি না। এখন শুধু এই টুর্নামেন্ট বিশ্লেষণ করবো। কোরিয়ায় ফিরে যাওয়ার পর ফেডারেশনের সঙ্গে বসবো। আর তাদের জানাবো কী ভালো ছিল আর কোন দিকটা ভালো ছিল না।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS