ভিডিও

বিপিএল’র মাঝপথে দল পেলেন মুমিনুল

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৮, ২০২৪, ০২:২৭ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০৮, ২০২৪, ০২:২৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরুতে দল পাননি জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক। তবে টুর্নামেন্টে যেকোনো সময় ক্রিকেটার নেওয়ার সুযোগ আছে ফ্রাঞ্চাইজিগুলোর। আর সেই সুযোগ কাজে লাগিয়ে মুমিনুলকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুর রাইডার্স নিশ্চিত করেছে মুমিনুলকে দলে নেওয়ার খবর। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দলের সঙ্গে রংপুরের নিজেদের মাঠে অনুশীলন করার কথা রয়েছে মুমিনুলের।

বিপিএলে এক আসর পর দল পেলেন মুমিনুল। সবশেষ ২০২১-২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৪ ম্যাচ খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। টেস্ট ব্যাটার তকমা পাওয়া মুমিনুলের টি-টোয়েন্টি ক্যারিয়ারটাও খারাপ নয়। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০৬ ইনিংস ব্যাট করে ২ হাজার ১৩৪ রান করেছেন। গড় প্রায় ২৪ এর কাছাকাছি। স্ট্রাইক রেট ১১৩.২৬।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS