ভিডিও

চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০২:৪৬ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০২:৪৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বিপিএলে আজ শেষ হচ্ছে ঢাকাপর্বের দ্বিতীয় ধাপের খেলা। এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টসে জিতেছে রংপুর। আর টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে আগে বোলিং করবে শুভাগত হোমের চট্টগ্রাম। দুই দলই ৭টি করে ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে। রানরেটে এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রংপুর। অপরদিকে সমান পয়েন্ট নিয়ে রানরেটের কারণেই পিছিয়ে টেবিলের তিনে আছে চট্টগ্রাম।

রংপুর রাইডার্স একাদশ : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, মেহেদি হাসান, শামীম হোসেন পাটওয়ারী, হাসান মাহমুদ, আশিকুর জামান, টম মুরস, জেমস নিশাম, রিজা হেনড্রিক্স, ইমরান তাহির।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : জস ব্রাউন, টম ব্রুস (উইকেটরক্ষক), সালাউদ্দিন শাকিল, শাহাদাত হোসেন, কার্টিস ক্যাম্ফার, সৈকত আলী, শুভাগত হোম (অধিানায়ক), নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS