ভিডিও

প্রধান নির্বাচক হলেন গাজী আশরাফ লিপু, বাদ নান্নু-বাশার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৯:৩৯ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৯:৩৯ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেনি বিসিবি। তার জায়গায় নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বিসিবি’র বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এ কথা জানান। এতদিন ধরে জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করে আসছিলেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। যেখানে নেতৃত্ব দিয়েছেন নান্নু। গত বছরের ডিসেম্বরে বিসিবি’র নির্বাচক প্যানেলের চুক্তি শেষ হয়।

এরপর থেকে নানা আলোচনা হয়েছে তাদের নিয়ে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচক প্যানেল থাকবে কী থাকবে না এমন জল্পনার মধ্যেই জানা গেল, চুক্তি শেষ হওয়ায় নতুন করে আর চুক্তি নবায়ন করা হয়নি নান্নুর।

এ ছাড়া বাদ পড়েছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার স্থলাভিষিক্ত হয়েছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। আর নতুন প্যানেলেও জায়গা পেয়েছেন আব্দুর রাজ্জাক।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS