ভিডিও

বাদ পড়ে যা বললেন হাবিবুল বাশার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০১:৩৬ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১২:৫২ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই যখন মিনহাজুল আবেদিন নান্নুকে বাদ দেওয়ার গুঞ্জন শুরু হয়। তখন থেকেই ধারণা করা হয়েছিল, নান্নুর সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না। তবে তখন গুঞ্জন ছড়িয়ে পড়ে, জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনই হবেন পরবর্তী প্রধান নির্বাচক। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো।

নান্নুর বদলে গাজী আশরাফ হোসেন লিপুকে করা হলো প্রধান নির্বাচক। আর হাবিবুল বাশার সিলেকশন কমিটিতেই নেই। তার জায়গায় নির্বাচক হলেন জাতীয় দলের সাবেক টপ অর্ডার হান্নান সরকার। হাবিবুল বাশার সুমন বিসিবি’র এ সিদ্ধান্তকে কীভাবে নিয়েছেন? বাশার অবশ্য কোনোরকম প্রতিক্রিয়া জানাতে নারাজ। শুধু বলেছেন, ‘আমি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবো না। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’ 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS