ভিডিও

বার্সা’র জাদুঘরে মেসির অষ্টম ব্যালন ডি’অর ট্রফিও

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৫:১৩ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৫:১৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় ২১ বছর কেটেছে লিওনেল মেসির। ২০২১ সালে ছেড়ে যাওয়ার সময়ও চোখের জলে ভালোবাসা প্রকাশ করেছিলেন ক্লাবটির প্রতি। শুধু কী তা-ই, ক্যারিয়ারে জেতা প্রথম ৭টি ব্যালন ডি’অর ট্রফি রেখেছেন বার্সেলোনার জাদুঘরে। তাহলে ৮ম ট্রফিটি পড়ে রইবে কেন? সেটাও না হয় রাখা হোক বাকি সাতটির পাশে। সম্ভবত সেটাই হতে যাচ্ছে। বার্সেলোনা শহরের কাতালান ভাষার সংবাদমাধ্যম ‘ই–নোটিসিয়েস’ জানিয়েছে, নিজের জেতা অষ্টম ব্যালন ডি’অর ট্রফিটিও বার্সেলোনার জাদুঘরে রাখবেন মেসি।

ক্লাব ও জাতীয় দলের হয়ে ৪৪টি ট্রফি জেতা মেসি পেশাদার ফুটবলে সর্বোচ্চসংখ্যক শিরোপাজয়ী। এর বাইরে ব্যক্তিগত ট্রফি জিতেছেন অসংখ্য। ৩৬ বছর বয়সী এই কিংবদন্তি সামনে নিশ্চয়ই জিতবেন আরও। ই–নোটিসিয়েসের বার্সেলোনা ক্লাবভিত্তিক সংবাদকর্মী মিকুয়েল ব্লাজকুয়েজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ নিয়ে একটি পোস্ট করেন। তার দাবি, মেসি এরই মধ্যে ৮ম ব্যালন ডি’অর ট্রফিটি বার্সেলোনা জাদুঘরে দিয়ে দিয়েছেন। তবে অন্য কোনো সংবাদমাধ্যম তা নিশ্চিত করতে পারেনি।

ব্লাজকুয়েজ লিখেছেন, ‘লিওনেল মেসি তার অষ্টম ব্যালন ডি’অর ট্রফি বার্সেলোনা জাদুঘরে দিয়ে দিয়েছেন। এই ট্রফি মেসি বার্সেলোনার খেলোয়াড় হিসেবে জেতেননি। বাকি সাতটি ট্রফির পাশে যেন এ ট্রফিও শোভা পায়, সেই ভাবনা থেকে এটা দিয়েছেন আর্জেন্টাইন তারকা।’

প্যারিসের দু শাতলে থিয়েটারে গত ৩১ অক্টোবর ক্যারিয়ারের ৮ম ব্যালন ডি’অর ট্রফি জেতেন মেসি। ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড ও পিএসজির কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের পেছনে ফেলে বর্ষসেরার এই পুরস্কার জেতেন মেসি। ফুটবল ইতিহাসে তার চেয়ে বেশি ব্যালন ডি’অর আর কেউ জিততে পারেননি। ক্যারিয়ারের প্রথম সাতটি ব্যালন ডি’অর ট্রফি বার্সায় থাকতে জিতেছেন মেসি। ২০২১ সালে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে গত বছরের ৭ জুন আবারও ঠিকানা পাল্টানোর ঘোষণা দেন তিনি। পরবর্তী গন্তব্য হয় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। 

২১ জুলাই লিগস কাপ দিয়ে মায়ামির হয়ে তার অভিষেক এবং পরে এই টুর্নামেন্টের শিরোপাও জিতেছেন। তবে মেসির ৮ম ব্যালন ডি’অর জয়ের নেপথ্যে সবচেয়ে বড় প্রভাবক ছিল ২০২২ সালের ডিসেম্বরে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। ফুটবল ক্যারিয়ারে জেতার মতো সব শিরোপাই জিতেছেন মেসি। তবে বার্সেলোনাতেই তার কিংবদন্তি হিসেবে উত্থান, পূর্ণতা আর্জেন্টিনার জার্সিতে। এর আগে একবার বলেছিলেন, ‘আমার যা কিছু সবই বার্সেলোনায়, তাদের জাদুঘরে ব্যালন ডি’র, গোল্ডেন বুট, সবকিছুই।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS