ভিডিও

বিপিএলকে ‘সার্কাস লিগ’ বললেন হাথুরুসিংহে

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৪:২৭ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১০:১০ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বিপিএলের মান নিয়ে প্রশ্ন বরাবরই আছে। এক সময়ের বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ এখন বেশ নিচে নেমে গেছে। বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বিপিএলের মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছেন। তার চোখে, এটা একটা সার্কাল লিগে পরিণত হয়েছে। 

দায় অবশ্য শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেননি তিনি। আইসিসি’র এক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন দ্বিতীয় মেয়াদে টাইগারদের কোচ হয়ে আসা হাথুরুসিংহে। সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বিপিএলসহ বাংলাদেশ ক্রিকেটের নানা দিক নিয়ে কথা বলেছেন তিনি। সেখানে হাথুরুসিংহে বলেছেন, ‘আমাদের কোন ভালো টি-২০ টুর্নামেন্ট নেই। হয়তো শুনতে খুব খারাপ লাগবে, মাঝে মধ্যে আমি বিপিএল দেখতে দেখতে টিভি বন্ধ করে দেই, এখানে খেলা কিছু ক্রিকেটারের কোন মানই নেই। এমনকি যে নিয়মে লিগগুলো হচ্ছে তা নিয়েও আমার আপত্তি আছে। আইসিসি’র এক্ষেত্রে এগিয়ে আসা উচিত।’ আইসিসি ও বিসিবি’র ভূমিকা রাখার জায়গা সম্পর্কে হাথুরুসিংহে বলেন, ‘আইসিসি’র সঙ্গে আমাদের বোর্ডেরও কিছু পদক্ষেপ নেওয়া উচিত। লিগটা তো একটা নিয়মের মধ্যে হতে হবে। একজন ক্রিকেটার একটা লিগ খেলতে খেলতে আরেকটা লিগে চলে যাচ্ছে। এটা একটা সার্কাসের মতো ব্যাপার। মানুষ এতে করে আগ্রহ হারাচ্ছে, আমি নিজেই আগ্রহ হারিয়েছি।’ 

বিপিএলে ফরচুন বরিশালে খেলা সৌম্য সরকারকে চার থেকে ছয়ে ব্যাটিং করানো হচ্ছে। তার জায়গায় ওপেনিং করছেন পিএসএলে জায়গা না পাওয়া আহমেদ শেহজাদ। অথচ জাতীয় দলেই তাকে টপ অর্ডারে ভাবা হচ্ছে। যে মেহেদী মিরাজ গত আসরেও বিপিএলে ওপেনিং করেছে, বিশ্বকাপে টপ অর্ডারে ব্যাটিং করেছে, তাকে লোয়ারে খেলানো হচ্ছে। স্থানীয় বোলাররাও নতুন বলে বা স্লগে বোলিংয়ের সুযোগ পাচ্ছেন না। বিষয়টি নিয়ে লঙ্কান কোচ হাথুরু বলেন, ‘আমাদের এমন টুর্নামেন্ট দরকার যেখানে আমাদের ক্রিকেটাররা কিছু করার সুযোগ পাবে। যেমন-বাংলাদেশের ব্যাটাররা টপ থ্রিতে ব্যাটিংয়ের সুযোগ পাবে, বোলাররা স্লগে বোলিং করবে। তাছাড়া তারা শিখবে কোথা থেকে? আমার মতে, বিপিএলের আগে আরেকটা টুর্নামেন্ট হতে পারে। আমার কিছু ক্রিকেটার বিপিএলে খেলারই সুযোগই পাচ্ছে না, তাহলে দল হিসেবে আমরা ভালো করবো এই প্রত্যাশা আপনি কীভাবে করবেন?’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS