ভিডিও

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত

প্রকাশিত: মার্চ ০৩, ২০২৪, ০১:৩২ দুপুর
আপডেট: মার্চ ০৩, ২০২৪, ০১:৩২ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডকে সরিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে ওয়েলিংটন টেস্টে ১৭২ রানের বড় ব্যবধানে হারের পর টেবিলে নিজেদের শীর্ষস্থান খুইয়েছে কিউইরা।

ওয়েলিংটন টেস্ট শুরুর আগে ৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট শতাংশ ছিল ৬০। অপরদিকে ৮ ম্যাচে কিউইদের পাশ কাটিয়ে ৬২ পয়েন্ট শীর্ষস্থান দখলে নিয়েছে ভারত। ভারতীয়দের পয়েন্ট পার্সেন্টেজ এখন ৬৪.৫৮। নিউজিল্যান্ডকে হারানো অস্ট্রেলিয়ার আছে টেবিলের তৃতীয়স্থানে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৭৮। পয়েন্ট পার্সেন্টেজ ৫৯.০৯।

আগামী ৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচে যদি ভারত হেরে যায়, তাহলে টেবিলের শীর্ষে উঠে যাবে অস্ট্রেলিয়া। যে কারণে, ৩-১ ব্যবধানে সিরিজ জিতলেও ধর্মশালার ম্যাচটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS