ভিডিও

সাইফউদ্দিনকে দলে না নেয়ার ব্যাখ্যা দিলেন লিপু

প্রকাশিত: মার্চ ০৩, ২০২৪, ০৪:৫৯ দুপুর
আপডেট: মার্চ ০৩, ২০২৪, ০৪:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর বরিশাল অধিনায়ক তামিম প্রেস কনফারেন্সে প্রকাশ্যে বলেছেন, সাইফউদ্দিনের অন্তর্ভুক্তিতে বরিশালের চেহারা পাল্টে গেছে। ইনজুরি কাটিয়ে সাইফউদ্দিন কতটা কি করতে পারবেন- সে সংশয়ও ছিল; কিন্তু আমরা রীতিমত ঝুঁকি নিয়ে ক্রিকেট গ্যাম্বল করে সাইফউদ্দীনকে দলে নিয়েছি। সাইফউদ্দীনও সুযোগ পেয়ে নিজের যথার্থতার প্রমাণ দিয়েছে। সে দুর্দান্ত বোলিং করে বরিশালের সাফল্যে একটা বড় ভূমিকা রেখেছে। বিপিএলে ৯ ম্যাচে সাইফউদ্দীনের ঝুলিতে জমা পড়েছে ১৫ উইকেট। প্রায় প্রতি ম্যাচে মাপা বোলিং করা সাইফউদ্দিন ভাইটাল ব্রেক থ্রু আনার কাজটি দক্ষতার সাথে পালন করেছেন।

এমন এক ফর্মে ফেরা পারফরমারকে কেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিবেচনায় আনা হলো না? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে সে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের চোখ অবশ্যই সাইফউদ্দিনের দিকে আছে। আমরা তার ব্যাপারে চিন্তা যে করিনি, তা নয়।’ তাহলে এমন ফর্ম থাকতে সাইফউদ্দীনের কথা তারা মাথায় আনেননি কেন? লিপুর ব্যাখ্যা, ‘সাইফউদ্দীন ইনজুরিপ্রবণ। মাঝে মধ্যেই ৪-৫ ম্যাচ খেলার পর তার ইনজুরিতে আক্রান্ত হওয়ার রেকর্ড আছে। তাকে দলে নেয়া মানে একটা আনস্টেবল প্লেয়ারকে সুযোগ দেয়া। আমরা চাই না একজন আনস্টেবল প্লেয়ারকে দলে এনে টিমকে আনসেটেল্ড করে দিতে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS