ভিডিও

পুরো ম্যাচ খেলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ এমবাপ্পে

প্রকাশিত: মার্চ ০৩, ২০২৪, ১০:৩৮ রাত
আপডেট: মার্চ ০৪, ২০২৪, ১১:৩৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : মার্কার খবর অনুযায়ি, রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন কিলিয়ান এমবাপ্পে। মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেবেন বিশ্বকাপ জয়ী তারকা। এই খবর সামনে আসার পর পিএসজি’র স্কোয়াডে অপরিহার্যতা হারান এমবাপ্পে।

লিগে শেষ তিন ম্যাচের কোনোটিতেই পুরো ৯০ মিনিট খেলা হয়নি তার। এক ম্যাচে বেঞ্চ থেকে নামেন, অন্য দুই ম্যাচে তুলে নেওয়া হয় শেষ বাঁশির আগেই। ব্যাপারটি এমবাপ্পে ভালোভাবে নেননি। এর মধ্যে তিনি কোচের সঙ্গে দেখা করে এ নিয়ে কথাও বলেছেন।

পরশু রাতে মোনাকোর বিপক্ষে প্রথমার্ধ শেষেই তুলে নেওয়া হয় এমবাপ্পেকে। এর আগে গ্রীষ্মের দলবদলে এমবাপ্পে চুক্তি নবায়ন না করে থেকে যেতে চাইলে তাকে পুরো মৌসুমে বেঞ্চে বসিয়ে রাখার হুমকি দেয় পিএসজি। পরে অবশ্য এমবাপ্পে থেকে গেলেও বেঞ্চে বসতে হয়নি তাকে। বরং মাঠে নেমে পিএসজিকে একাধিকবার বিপদ থেকে উদ্ধার করেছেন বিশ্বকাপজয়ী এ ফুটবলার।

তবে মাঝ মৌসুমে এসে এখন ঠিকই ম্যাচ-টাইম না পাওয়ার সমস্যায় পড়েছেন এমবাপ্পে। এখন মৌসুমের শেষ পর্যন্ত এমবাপ্পেকে পিএসজি এভাবেই খেলিয়ে যায় কি না, সেটাই দেখার বিষয়। ম্যাচ শেষে এমবাপ্পেকে পুরো সময় না খেলানো নিয়ে প্রশ্নের মুখে পড়েন পিএসজি কোচ লুইস এনরিকে। এমবাপ্পের ম্যাচ-টাইম কমিয়ে আনার দায় নিজের কাঁধে নিয়ে এনরিকে বলেছেন, ‘এটা শতভাগ কোচের সিদ্ধান্ত। কারণ, আগে-পরে আমাদের কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই খেলার ব্যাপারে অভ্যস্ত হতে হবে। আমি দলের ভালোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছি।’

এমনকি মোনাকো ম্যাচে তুলে নেওয়ার পর সতীর্থদের সঙ্গে বেঞ্চেও বসেননি এমবাপ্পে, স্ট্যান্ডে গিয়ে মায়ের পাশে বসেন। তবে এভাবে দলে গুরুত্ব হারানোর বিষয়টি মানতে পারছেন না ২৫ বছর বয়সী ফরাসি তারকা। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, পিএসজি ফরোয়ার্ড শনিবার ক্লাবের অনুশীলন মাঠে এনরিকের সঙ্গে দেখা করেছেন এবং কোচকে নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে বিষয়টি সমাধান করতে বলেছেন।

জবাবে এনরিকে নাকি এমবাপ্পেকে বলেছেন, বিষয়টি ব্যক্তিগত কিছু নয় এবং তার প্রতি প্রতিশোধপরায়ন হয়েও তিনি এমন কিছু করছেন না। তবে এমবাপ্পেকে এই মুহূর্তে তিনি পুরোপুরি ফিট মনে করছেন না। পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য এমবাপ্পেকে সুরক্ষিত রাখার কথাও বলেছেন এনরিকে। পিএসজি কোচ অবশ্য এখন থেকে ভবিষ্যৎতের দিকে তাকানোর কথাও এমবাপ্পেকে জানিয়েছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS