ভিডিও

আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি : শান্ত

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০২:১৬ দুপুর
আপডেট: মার্চ ১২, ২০২৪, ০২:১৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি হারের দুঃস্মৃতি ভুলে নতুন মিশনে টাইগাররা এখন চট্টগ্রামে। সেখানে আগামীকাল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

প্রথম ওয়ানডের আগের দিন আজ মঙ্গলবার (১২ মার্চ) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক বলেন, 'এক ম্যাচ ভালো খেললে আমাদের সব কিছু ঠিক হয়ে যায়। আবার এক ম্যাচ হারলে আমরা অনেক খারাপ দল হয়ে যাই। এটা অতীতে হয়ে আসছে। রমজান শুরু হয়েছে, এটার কারণেও হতে পারে। এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না।'

শান্ত অবশ্য দর্শকদের সমর্থন গ্রহণ করার পাশাপাশি, দুয়োধ্বনিও গ্রহণ করছেন। তিন ফরম্যাটের নতুন অধিনায়ক বিশ্বাস করেন দর্শকরা আশা করেন আরো ভালো ক্রিকেট খেলার। শান্তর ভাষ্যে, 'আমাদের সমর্থকরা সবসময় মাঠে আসেন, খেলা দেখেন, দলকে সমর্থন করেন। মাঝেমধ্যে আবেগে যেসব কথাবার্তা বলেন এগুলো আমাদের কারণেই বলেন কারণ তারা আশা করেন আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি। তাই আমরাও আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি তাদের কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি।'



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS