ভিডিও

এবার ছিটকে গেলেন কাসেমিরো

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০৩:২১ দুপুর
আপডেট: মার্চ ১৭, ২০২৪, ০৩:২১ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : এই মাসে ইংল্যান্ড আর স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই লক্ষ্যে দলও ঘোষণা করেছিলেন দরিভাল জুনিয়র। কিন্তু একের পর চোট এক ভাবনায় ফেলেছে তাকে। সর্বশেষ চোটের কারণে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরো। দরিভাল জুনিয়রের ঘোষিত দলে কাসেমিরোর বদলে ফিরেছেন পোর্তো উইঙ্গার পেপে। কাসেমিরোর আগে চোটের কারণে ছিটকে গেছেন ম্যানসিটির গোলকিপার এদেরসন, আর্সেনাল স্ট্রাইকার গাব্রিয়েল মার্তিনেলি ও প্যারিস সেন্ত জার্মেই ডিফেন্ডার মার্কুইনহোসও। প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২৩ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে। তিনদিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ স্পেন। 

চোটের মিছিল নিয়ে কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘৫০ জনের প্রাথমিক তালিকা থেকে ১৩জন নিজের ক্লাবেই ইনজুরিতে বাদ পড়েছেন। দুর্ভাগ্যবশত আমরা কাসেমিরোকেও হারিয়েছে। তার বদলে পেপেকে ডাকা হয়েছে।’

ব্রাজিল দলে এ নিয়ে দ্বিতীয়বার ডাক পেলেন ২৭ বছর বয়সী পেপে। গত বছর বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে তার অভিষেক হয়েছিল। চোট পাওয়াদের বদলি হিসেবে ভাস্কো দা গামা কিপার লিও জার্দিম, ফ্লেমেঙ্গো ডিফেন্ডার ফাবরিসিও ব্রুনো ও পোর্তো ফরোয়ার্ড গালেনোকেও নেওয়া হয়েছে। জাতীয় দলে এবারই প্রথম ডাক পেয়েছেন তারা। 

ব্রাজিল দল  
গোলকিপার : বেন্তো, লিও জার্দিম ও রাফায়েল 
ডিফেন্ডার : দানিলো, ইয়ান কুতো, আইরতন লুকাস, ওয়েন্দেল, বেরালদো, গাব্রিয়েল মাগালাইস, ফাব্রিসিও ব্রুনো, মুরিলো
মিডফিল্ডার : আন্দ্রে, আন্দ্রিয়াস পেরেইরা, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইস, হোয়াও গোমেস, লুকাস পাকেতা, পাবলো মাইয়া।  
ফরোয়ার্ড : এনদ্রিক, পেপে, গেলেনো, রাফিনহা, রিচার্লিসন, রদ্রিগো, সাভিনহো ও ভিনিসিয়ুস জুনিয়র।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS