ভিডিও

তানজিমের বদলে হাসান মাহমুদ

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০৪:৫৩ দুপুর
আপডেট: মার্চ ১৭, ২০২৪, ১১:০০ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : হ্যামস্ট্রিং ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। অফফর্মের কারণে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে শুরুতে হাসান মাহমুদের সুযোগ হয়নি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ রবিবার প্রাইম ব্যাংকের হয়ে খেলছিলেন।

বিকেএসপিতে ম্যাচ খেলা অবস্থাতেই শেষ ওয়ানডেতে জাতীয় দলে ডাক পাওয়ার খবরটি পান। ফলে খেলা চলাকালীন অবস্থায় বিকেএসপি ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দিয়েছেন এই পেসার। প্রিমিয়ার লিগে দুই ম্যাচে খেলে প্রথম ম্যাচে ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। পরের ম্যাচে ৩৩ রান খরচায় ছিলেন উইকেট শূন্য। আজ ৬ ওভার বোলিং করে ২৩ রান খরচ করে অবশ্য উইকেটের দেখা পাননি।

তানজিম সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বোলিং করতে গিয়েই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরে ফিল্ডিংও করেন তিনি।

দ্বিতীয় ম্যাচে পুরো দশ ওভার বোলিং করেছেন। কিন্তু সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন শুরুর আগে ভালোবোধ না করায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

আগামীকাল সোমবার চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। ফলে শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS