ভিডিও

ঢাকায় ফিলিস্তিন ফুটবল দল

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৩:০৪ দুপুর
আপডেট: মার্চ ২৩, ২০২৪, ০৩:০৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগ খেলতে আজ শনিবার (২৩ মার্চ) সকালে ঢাকায় এসেছে ফিলিস্তিন ফুটবল দল। বাংলাদেশ দল কুয়েত থেকে ঢাকায় ফিরেছে গতকাল শুক্রবার রাতে। 

ফিলিস্তিন দল বাংলাদেশ আগমনে ভিসা বিড়ম্বনায় পড়েছিল। বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রচেষ্টায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ফিলিস্তিনের বাংলাদেশের ভিসা নিশ্চিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমেদ ফিলিস্তিন ভিসার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলেন।  

২১ মার্চ রাতে কুয়েতে বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচ খেলেছে ফিলিস্তিন। বাংলাদেশ পরের দিন বিকেলে রওনা হলেও ফিলিস্তিন রওনা হয়েছে রাতে। আজ সকাল সাড়ে ৯টার দিকে ফিলিস্তিন ঢাকায় এসে পৌছায়। রাতে ভ্রমণ করায় আজ ফিলিস্তিন দল কোনো অনুশীলন করবে না। বাংলাদেশ অবশ্য ভ্রমণ ক্লান্তি দূর করতে আজ বিকেলে রিকভারি সেশন করবে কিংস অ্যারেনায়। ২৬ মার্চ কিংস অ্যারেনায় বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি হবে। সফরকারী দল ফিলিস্তিন ম্যাচের আগের দিন অনুশীলনের সুযোগ পাবে ম্যাচ ভেন্যুতে। আগামীকাল অন্য কোনো ভেন্যুতে অনুশীলন করবে সফরকারী দল। 

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে। কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে ড্র করেছিলেন জামালরা। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS