ভিডিও

১৮ ওভারেই শেষ ১০০ ওভারের ম্যাচ

প্রকাশিত: এপ্রিল ০৬, ২০২৪, ০৩:৩৬ দুপুর
আপডেট: এপ্রিল ০৬, ২০২৪, ০৩:৩৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : দুই ইনিংস মিলে ম্যাচটা ১০০ ওভারের। তবে সেই ম্যাচটা হলো মাত্র ১৮.১  ওভার। পেসার আবু হায়দার রনির বিধ্বংসী বোলিংয়ে এমনই চিত্র দেখা গেলো। সেইসঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে মোহামেডান।

আজ শনিবার (৬ এপ্রিল) বিকেএসপিতে প্রথমে ব্যাট করতে নেমে পেসার আবু হায়দার রনির তোপের মুখে পড়ে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির ব্যাটাররা। ১২ ওভারে মাত্র ৪০ রানে অলআউট হয় তারা। ২০ রান খরচায় একাই ৭ উইকেট নেন রনি। স্পিনার নাসুম আহমেদ নেন বাকী ৩টি উইকেট।

৪১ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৩৮ বলে মোকাবিলা করে জয় তুলে নেয় মোহামেডান। ২৬২ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল পায় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। ঢাকা লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর সর্বনিম্ন ৩৫ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড আছে ক্রিকেট কোচিং স্কুলের। আবাহনী লিমিটেডের বিপক্ষে তারা এই রান করেছিলেন। এরপর গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির দ্বিতীয় সর্বনিম্ন ৪০ রানে অলআউট হলো।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS