ভিডিও

ম্যানইউ’র সঙ্গে ড্র করে শীর্ষে ওঠা হলো না লিভারপুলের

প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৪, ০১:৪৮ দুপুর
আপডেট: এপ্রিল ০৮, ২০২৪, ০১:৪৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করে শীর্ষের ওঠার সুযোগটা হাতছাড়া করলো লিভারপুল। 

ওল্ড ট্রাফোর্ডে মর্যাদা ও শিরোপার লড়াইয়ে একের পর এক গোল মিসের মহড়া দিয়ে জয় বঞ্চিত মোহাম্মদ সালাহরা। চলতি মৌসুমে শেষ মুহূর্তে এসে জয় পাওয়া বা গোল করে ড্র করা যেন অভ্যাসে পরিণত হয়েছে তাদের। এভাবে ২৭ পয়েন্ট পেয়েছে অল রেডরা। তবে, এবার শেষ মুহূর্তে এসে পাওয়া এই ড্রটি ভোগাতে পারে লিভারপুলকে।

সুযোগের পর সুযোগ নষ্ট করা লিভারপুল প্রথমার্ধেই এগিয়ে যেত পারতো ৫-০ গোলে। কিন্তু মোহাম্মদ সালাহদের অবিশ্বাস্য সব সুযোগ নষ্টে সেটা হয়নি। ২৩ মিনিটে কর্নার থেকে ডারউইন নুনিয়েজের মাথা ঘুরে বল আসে লুইস দিয়াজের কাছে। দারুণ এক ভলিতে গোল পেয়ে যান কলম্বিয়ান উইঙ্গার। এই এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে লিভারপুল। দ্বিতীয়ার্ধে এসে খেই হারিয়ে ফেলে লিভারপুল। ৫০ মিনিটে লিভারপুলে জ্যারেল কোয়ানশার অবিশ্বাস্য ভুল পাস থকে বল পেয়ে প্রায় ৪৫ গজ দূর থেকে ফাঁকা পোস্টে বল পাঠান ব্রুনো ফার্নান্দেজ। ৬৭ মিনিটে অসাধারণ এক গোল করলেন কোবি মাইনু। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার আলেহান্দ্রো গারনাচোর সঙ্গে পাস দেওয়া-নেওয়া করে বাঁ-প্রান্ত থেকে দারুণ এক শটে গোল পেয়ে যান। প্রিমিয়ার লিগ যুগে লিভারপুলের বিপক্ষে ইউনাইটেডের সর্বকনিষ্ঠ গোলদাতা এখন তিনিই।

পিছিয়ে পড়ার পর আবারও আক্রমণের ঝড় বয়ে দেয় লিভারপুল। একের পর এক আক্রমণ করে যাওয়া লিভারপুল সমতায় ফেরে ৮৪ মিনিটে। পেনাল্টি বক্সে হার্ভি এলিয়টকে ফেলে দিয়েছিলেন অ্যারন ওয়ান-বিসাকা। ম্যাচে সহজ সব গোলের সুযোগ নষ্ট করা মোহাম্মদ সালাহ এবার আর ভুল করেননি। এরপরও সুযোগ পেয়েছে লিভারপুল। লুইজ দিয়াজ দারুণ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হলেন। সে সঙ্গে জয়বঞ্চিত থাকতে হলো লিভারপুলকে।

৩১ ম্যাচে ৭১ পয়েন্ট তাদের। আর্সেনালের পয়েন্টও ৭১। তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে গানাররা। সমান ম্যাচ ৭০ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS