ভিডিও

বিশ্রাম চেয়ে নিলেন লিটন

প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৪, ০৩:০৮ দুপুর
আপডেট: এপ্রিল ০৮, ২০২৪, ০৩:০৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে ভালো সময় যাচ্ছে না লিটনের। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজে ৪৩ (০, ৩৬, ৭) করেন তিনি। চট্টগ্রামে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে ডাক মারায় বাদ পড়েন তৃতীয় ম্যাচের দল থেকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পরামর্শে ঢাকা প্রিমিয়ার লিগে একটি ম্যাচও খেলেন টেস্টের আগে। শাইনপুকুরের বিপক্ষে সে ম্যাচে পাঁচ রান করেছিলেন তিনি। আত্মবিশ্বাসের তলানিতে থাকা লিটন টেস্টেও ভালো করতে পারেননি। প্রথম টেস্টে ২৫, দ্বিতীয় টেস্টে ৪২ রান করেন। ব্যাডপ্যাচে থাকা লিটন মানসিকভাবে ভালো নেই বলে জানা গেছে। মন ভালো করতে লিগ থেকে ছুটি নেওয়া তার। 

তবে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, লিটন বলেছিল ‘স্যার, মানসিকভাবে একটু ‘ডাউন’ আছি। একটু বিশ্রাম নিয়ে সুপার লিগ থেকে খেলতে চাই।’ তাই লিটনকে ছুটি দেওয়া হয়েছে। আশা করছি, ছুটি কাটিয়ে ঝরঝরে হয়ে ফিরবে লিটন। শারীরিক সমস্যার কারণে জাকিরও ছুটি নিয়েছে। গরমের কারণে সাইফউদ্দিন ম্যাচ থেকে বিশ্রাম চেয়েছিল, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আমার হাতে যেহেতু পর্যন্ত খেলোয়াড় আছে, সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাচ্ছি।

টি২০, ওয়ানডেতে রান পেলেও টেস্টে মোটেও ভালো যায়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। প্রথম টেস্টে ১১, দ্বিতীয় টেস্টে ২১ রান বাঁহাতি এ ব্যাটারের। গতকাল মৌসুমের প্রথম লিগ ম্যাচ খেললেও ব্যাটিং করেননি তিনি। টেস্টের পর ঢাকা লিগে খেলছেন না সাকিব আল হাসান। ওমরাহ পালন করতে বৃহস্পতিবার সৌদি আবর গেছেন তিনি। ৮ এপ্রিল দেশে ফিরতে পারেন বাঁহাতি এ অলরাউন্ডার। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS