ভিডিও

মেসির জোড়াতে জয় মায়ামির

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ১১:৫৯ দুপুর
আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ১১:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির জোড়া গোল ও এসিস্টে এমএলএস’র ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। স্পোর্টিং কানসাস সিটির পরে এবার নাশভিলের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রাখেন বিশ্বকাপজয়ী এই তারকা।

রোববার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় এমএলএস’র ম্যাচে চেজ স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও নাশভিল। ম্যাচটিতে ৩-১ গোলে জয় পায় মায়ামি। দরের হয়ে জোড়া গোল করেন মেসি। মেসির পাস থেকে বাকি গোলটি করেন সার্জিও বুসকেটস। নাশভিলের হয়ে একমাত্র গোলটি হয় আত্মঘাতি। অবশ্য ম্যাচের শুরুতে বড় ধাক্কা খেতে হয়েছে মায়ামি। ম্যাচের দুই মিনিটের সময় দলটির ডিফেন্ডার ফ্রাঞ্চো নেগ্রির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নাশভিল। তবে ম্যাচে ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি মায়ামি। ম্যাচের ১১তম মিনিটে সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করে ম্যাচে সমতা ফেরার মেসি। এরপর ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় মায়ামি। ৩৯তম মিনিটে মেসির কর্নার কিক থেকে হেড করে দলকে লিড পাইয়ে দেন সার্জিও বুসকেটস। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। 

বিরতি থেকে ফিরে ৮১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এলএমটেন। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এর মধ্যদিয়ে আটবারের ব্যালন ডি’অর বিজয়ী তার ক্যারিয়ারে ৮৩০তম গোল করে। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৯ খেলায় নয়টি গোল করলেন। এমএলএসে ৭টি ও কনকাকাফ চ্যাম্পিয়নশিপে ২টি গোল করেছেন। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫টি গোল। এ জয়ের ফলে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে মায়ামি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS