ভিডিও

ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের আগামী আসরও শেষ ম্যানইউ’র

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ০৫:১১ বিকাল
আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ০৫:১১ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ম্যানইউকে ১-১ গোলে রুখে দিয়ে ওল্ড ট্রাফোর্ড থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নিয়েছে বার্নলি। এরিক টেন হাগের দলকে ২ পয়েন্ট পাওয়া থেকে বঞ্চিত করেছে শেষ মুহূর্তের পেনাল্টি। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বার্নলির জেকি আমদৌনি। 

ম্যানইউর গোলরক্ষক আন্দ্রে ওনানার ফাউলে পেনাল্টি পায় বার্নলি। যার সুযোগ পুরোপুরি কাছে লাগায় স্বাগতিকরা। তার আগে ৭৯ মিনিটে গোল করে ম্যানইউকে ১-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন অ্যান্টনি। তবে শেষমেশ দলের জয় দেখতে পারেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ষষ্ঠস্থানে আছে ম্যানইউ। কাজে-কলমে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশাও শেষ টেন হাগের শিষ্যদের। 

একই দিনের আরেক ম্যাচে যদি চেলসির বিপক্ষে অ্যাস্টন ভিলা হারতো, তাহলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার একটি সুযোগ থাকতো ম্যানইউর। তবে সেই সুযোগটি আর থাকছে না টেন হাগের শিষ্যদের। কারণ, চেলসির বিপক্ষে ২-২ গোলে ড্র করে ফেলেছে ভিলা। অন্যদিকে ৩৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের নিচ থেকে দ্বিতীয়স্থানে আছে রেলিগেশনের হুমকিতে থাকা বার্নলি।

গতকাল শনিবারের এই ম্যাচে বেশ কিছু সুযোগ মিস করে ম্যানইউ। দারুণ সুযোগ পেয়েছে বার্নলিও। তবে কাজে লাগাতে পারেনি কেউ। অবশেষে ৭৯ মিনিটে অচলাবস্থা ভাঙেন অ্যান্টনি। অ্যান্টনির সেই গোলের আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যানইউ। ৮৭ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে আমদৌনিকে আঘাত করেন ওনানা। রেফারি ভিএআর চেক করে পেনাল্টির সিদ্ধান্ত দেন। সেই সুযোগে ১ পয়েন্ট আদায় করে নেয় বার্নলি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS