ভিডিও

লা লিগায় ৩৬তম শিরোপা রিয়ালের

প্রকাশিত: মে ০৫, ২০২৪, ১২:৪৯ দুপুর
আপডেট: মে ০৫, ২০২৪, ০২:৩১ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার হারে (জিরোনা ৪ : ২ বার্সা) চার ম্যাচ হাতে রেখেই লা লিগায় চ্যাম্পিয়ন হয়ে গেলো রিয়াল মাদ্রিদ। যেটা এই প্রতিযোগিতায় তাদের ৩৬তম শিরোপা। 

লা লিগায় রিয়ালের দাপট অনেক দিন থেকেই। সবচেয়ে বেশিবার তারা এই আসনের রাজা বনে যায়। এর মধ্যে গত আসরে বার্সা তাদের রাজত্বে ভাগ বসিয়েছিল। নিজেদের ক্লাব ইতিহাসের অন্যতম সেরা তারকা জাভি হার্নান্দেজ কোচ হয়ে আসার পরই রিয়ালের স্বপ্নের বাগানে হানা দেয় বার্সা। তাতে অবশ্য রিয়াল হতাশ হয়নি। তাদের হয়তো বিশ্বাস ছিল রাজত্বটা ফিরিয়ে আনতে বেশি সময় লাগবে না। শেষ পর্যন্ত তা-ই হলো। একটা মৌসুম যেতে না যেতেই সেই হারানো বাগানে শিরোপা হাতে নাচলো মাদ্রিদের ক্লাবটি। 

লা লিগায় এই দুই ক্লাবের লড়াইটা বহুদিনের। ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে ধ্রুপদী লড়াইয়ের একটিও জমে তাদের মধ্যে। যদিও নানা কারণে আগের সেই জৌলুশ নেই। তবু শিরোপার জন্য চলে তাদের দৌড়। এবার সেই দৌড়ে কার্লো আনচেলত্তির দল প্রথম হলেও আগামীতেও যে হবে তা কিন্তু নয়। এই ক্ষমতার পালা বদল হওয়াটা স্বাভাবিক। যাই হোক রিয়াল এবার অনুমিতভাবেই শিরোপার দাবিদার ছিল। কারণ, মৌসুমের শুরু থেকেই তারা দারুণ ছন্দে। সেটা গতকাল পর্যন্ত দেখেছে ফুটবল দুনিয়া। অন্য দিকে জিরোনার সঙ্গে এগিয়ে থেকেও গুনে গুনে গোল হজম করা বার্সার যে আরও সংশোধন জরুরি সেটা অন্তত আরেকবার প্রমাণ হলো শনিবার রাতে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS