ভিডিও

আমিরকে ছাড়াই আয়ারল্যান্ডের বিমানে চড়লো পাকিস্তান

প্রকাশিত: মে ০৮, ২০২৪, ০৪:২৮ দুপুর
আপডেট: মে ০৮, ২০২৪, ০৪:২৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আমিরকে ছাড়াই আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে পাকিস্তান দল। সময় মতো ভিসা না পাওয়ায় আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দলের সঙ্গে বিমানে চড়তে পারেননি এই পাকিস্তানি পেসার। তবে এই জটিলতা থেকে কখন রেহাই পাবেন আমির, সে বিষয়েও কোনো কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি জানিয়েছে, অন্যান্য ক্রিকেটার মতো যথাযথ নিয়ম মেনেই ভিসার আবেদন জানিয়েছেন আমির। দলের অন্য ক্রিকেটাররা ভিসা পেয়ে গেলেও আমিরের বাড়ছে অপেক্ষা। পাকিস্তানের সঙ্গে যুক্তরাজ্যেরও নাগরিকতা লাভ করা এই ক্রিকেটারকে কোন কারণে ভিসা দেওয়া হয়নি, তা জানায়নি আইরিশ ক্রিকেট বোর্ডও। বিষয়টি সমাধানে আইরিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছে পিসিবি। এরপর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে পিসিবি জানিয়েছে, এটি সম্পূর্ণভাবে আয়োজক বোর্ডের দায়। সফরকারী দলের ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে কাজ করা তাদের দায়িত্ব। সময়মতো ক্রিকেটারদের ভিসার ব্যবস্থা করাও তাদের কাজ।

তবে আমিরের বিষয়টি সমাধানের চেষ্টা করছে আইরিশ ক্রিকেট বোর্ড। কবে নাগাদ সমাধান হয়, সেটি নিয়ে এখনো কোনো কিছুই জানা যায়নি। এদিকে আজ বুধবার সকালে আয়ারল্যান্ডে পৌঁছার কথা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের। আর সিরিজ শুরু হবে ১০ মে। আর শেষ হবে ১৪ মে। আইরিশদের বিপক্ষে সিরিজ শেষ করে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS