ভিডিও

লিগ টেবিলে দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করলো বার্সা

প্রকাশিত: মে ২০, ২০২৪, ০২:৪২ দুপুর
আপডেট: মে ২০, ২০২৪, ০২:৪২ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। রায়ো ভায়েকানোকে ৩-০ গোলে বিধ্বস্ত করে লা লিগায় দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে জাভির শিষ্যরা।

অলিম্পিক স্টেডিয়ামে রোববার ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লামিনে ইয়ামালের ক্রসে দুর্দান্ত এক ভলিতে জালে পাঠিয়েছেন লেভান্ডোভস্কি। চলতি মৌসুমে লা লিগায় পোলিশ তারকার গোল হল ১৮টি, বার্সেলোনার হয়ে যা সর্বোচ্চ। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ফের্মিন লোপেসের বদলি নামেন পেদ্রি। ৭২ থেকে ৭৫, তিন মিনিটের মধ্যে তার দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় বার্সেলোনা। বাকি সময়ে আর উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা, ফলে ব্যবধানও আর বাড়েনি।

লিগে শীর্ষ দুইয়ে থেকে আগামী মৌসুমে স্প্যানিশ সুপার কাপে খেলাও নিশ্চিত হয়ে গেল কাতালান দলটির। ৩৭ ম্যাচে ২৫ জয় ও ৭ ড্রয়ে বার্সেলোনার ৮২ পয়েন্ট। আরেক ম্যাচে ভালেন্সিয়াকে ৩-১ গোলে হারানো জিরোনা ৭৮ পয়েন্ট নিয়ে তিনে আছে। শেষ রাউন্ডে বার্সেলোনাকে আর টপকে যেতে পারবে না তারা। আগেই শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের ৯৪ পয়েন্ট। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS