ভিডিও

শিরোপা ছুঁয়ে বেলিংহ্যাম বললেন, ‘জীবনের সেরা রাত’

প্রকাশিত: জুন ০২, ২০২৪, ০২:১১ দুপুর
আপডেট: জুন ০২, ২০২৪, ০২:১১ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : শনিবার রাতে লন্ডনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে স্প্যানিশ জায়ান্টদের এটি রেকর্ড ১৫তম শিরোপা।

 তবে রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের এটি প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়। বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে জার্মান কাপ জিতে এবার সাবেক দলকে হারিয়ে রিয়ালের হয়ে জিতলেন চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম এই ইউরোপসেরা ট্রফি জিতে কাঁদলেন ২০ বছরের এই তরুণ ফুটবলার। বাবা-মা ও ভাইয়ের সামনে স্বপ্ন পূরণের আনন্দ তার চোখেমুখে।
ম্যাচ শেষে ইংল্যান্ডের এই মিডফিল্ডার বললেন, ‘এই ধরনের ম্যাচগুলোতে খেলার স্বপ্ন আমি সবসময় দেখেছি। আমার বাবা-মা সন্ধ্যা ৭টার মধ্যে বাসায় থাকে, আজকে এই রাত ১১টার সময়ও তারা এখানে। আমার ভাইও আছে, যার কাছে আমি রোল মডেল হওয়ার চেষ্টা করছি। ভাষায় প্রকাশ করা কঠিন। আমার জীবনের সেরা রাত এটি।’

এই মৌসুমে ডর্টমুন্ড থেকে মাদ্রিদ ক্লাবে যোগ দেন বেলিংহ্যাম। অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন তিনি। এই মৌসুমেই তিনটি শিরোপা জয় করলেন বেলিংহ্যাম। স্প্যানিশ সুপার কাপ, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ।  ৪২ ম্যাচে করেছেন ২৩ গোল। লা লিগায় ২৮ ম্যাচ খেলে ১৯ গোল করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০ বছর বয়সী মিডফিল্ডার হয়েছেন লা লিগার মৌসুম সেরা খেলোয়াড়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS