ভিডিও

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ

প্রকাশিত: জুন ১০, ২০২৪, ১২:০২ দুপুর
আপডেট: জুন ১০, ২০২৪, ০৯:১০ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক: দলের পরিবেশ, ম্যাচের আবহ, পরিস্থিতি সবকিছুতেই এসেছে ইতিবাচক পরিবর্তন। যার কারণে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেও বেশ চনমনে বাংলাদেশ দল। লঙ্কা বধের ফলে মসৃণ হয়েছে সুপার এইটের পথ, ফলাফল উল্টো হলেও হিসাব নিকাশে হত অনেক গড়মিল। ফলে এই একটি জয় অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল টাইগারদের জন্য।

শ্রীলঙ্কা ম্যাচে দারুণ ছন্দে ছিলেন টাইগার বোলাররা। সাকিব আল হাসান বাদে সবাইই ছিলেন অসাধারণ। তিন পেসারের সাথে লেগ স্পিনার রিশাদ হোসেনও ছিলেন দুর্দান্ত। লঙ্কান ব্যাটারদের চেপে ধরে অল্পতেই আটকে দেন টাইগার বোলাররা। যার ফলে ব্যাটারদের কাজটাও হয়ে যায় সহজতর। প্রোটিয়াদের বিপক্ষে কাজটা নিশ্চিতভাবেই আরও কঠিন হবে। সেই সাথে টাইগার বোলারদের পরীক্ষাও হবে। এই পরীক্ষায় কতটা উত্তীর্ণ হতে পারেন বোলাররা তা-ই হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ।

ব্যাটিংয়ে হতশ্রী দশা শ্রীলঙ্কা ম্যাচেও দেখা গেছে। তবে দিনশেষে ‘জয়’ নামক সোনার হরিণের দেখা মেলায় তা নিয়ে সমালোচনা কমই হচ্ছে। ওপেনিং জুটি আরও একবার ব্যর্থ হয়েছে। লিটন দাসের ৩৮ বলে ৩৬ রানের ইনিংস ম্যাচের পরিস্থিতি বিবেচনায় হয়ত ঠিকঠাকই ছিল। তবে এই ইনিংস খেলে লিটন শতভাগ স্বরূপে ফিরেছেন এরকমটা বলে দেওয়া বেশ সাহসী কথাই হবে। বরাবরই আস্থার প্রতিদান দিয়ে আশার আলো দেখিয়েছেন তাওহিদ হৃদয়। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
তবে প্রতিপক্ষ এবার দক্ষিণ আফ্রিকা। নামে-ভারে যারা গ্রুপের তো বটেই, টুর্নামেন্টেরই ফেভারিট দল। টি-টোয়েন্টি ক্রিকেটের মারকাটারী ব্যাটিংয়ে ওস্তাদ দলের ব্যাটাররা। বোলাররাও নিজেদের দিনে গুঁড়িয়ে দিতে পারেন যেকোনো ব্যাটিং ইউনিটকে। সব মিলিয়ে ম্যাচ জেতার মত এবং বিশ্বকাপ জেতার মতও সব রসদ রয়েছে প্রোটিয়াদের কাছে। তবে মাঠের ক্রিকেটে যদি তারা পা হড়কায় আর টাইগাররা সে সুযোগ নিতে পারে, তবে কে জানে! ক্রিকেটে তো বহু অভাবনীয় ঘটনাও ঘটে যায়।

শ্রীলঙ্কা ম্যাচের একাদশটাকেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামাতে পারে বাংলাদেশ। বিপক্ষ দল দক্ষিণ আফ্রিকাও আস্থা রাখতে পারে নিজেদের আগের ম্যাচের একাদশের উপর।  ‘ডি’ গ্রুপের শীর্ষ দুই দলের লড়াই। গ্রুপে রাজত্ব কারা করবে তার অনেকখানিও হয়ত নিশ্চিত হয়ে যাবে এই ম্যাচের পর। পরিষ্কার হয়ে যাবে সুপার এইটের রাস্তাটাও, কে এগিয়ে আর কে পিছিয়ে।

শক্তির বিচারে নিশ্চিতভাবে এগিয়ে মহাপরাক্রমশালী দক্ষিণ আফ্রিকা। তবে বহুদিন পর হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া বাংলাদেশও নিশ্চিতভাবেই ছেড়ে কথা বলবে না। সেই সাথে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট তো আছেই অদ্ভুতুড়ে সব ঘটনার জন্ম দেওয়ার জন্য। সব মিলিয়ে রোমাঞ্চ আর উত্তেজনায় ঠাসা এক ম্যাচের দেখা মিলতেই পারে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, এইডেন মারক্রাম (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, অটনেইল বার্টম্যান, অ্যানরিখ নরকিয়া।  

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS