ভিডিও

এটিই আমার শেষ বিশ্বকাপ: ট্রেন্ট বোল্ট

প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০৮:৫০ রাত
আপডেট: জুন ১৫, ২০২৪, ০৯:৪১ রাত
আমাদেরকে ফলো করুন

সোমবার পাপুয়া নিউগিনির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে নামবেন নিউজিল্যান্ডের সুইং জাদুকর ট্রেন্ট বোল্ট। উগান্ডার বিপক্ষে আজ ৯ উইকেটে ম্যাচ জেতার পর এ ঘোষণা দেন তিনি। কিউই জার্সিতে ৬০ ম্যাচে ৭.৭৬ ইকোনমিতে ৮১টি উইকেট রয়েছে তার শিকারে। ২০১৪ ও ২০২১ বিশ্বকাপে কিউইদের সর্বোচ্চ উইকেটশিকারীও ছিলেন তিনি।

 

২০১৪ সালের পর এবারই প্রথম সাদা বলের কোনো বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ব্যর্থ হলো নিউজিল্যান্ড। ৩৪ বছর বয়সী বোল্ট বলেন, ‘‘নিজের দিক থেকে বলতে গেলে, এটি আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টিতে যেকোনো কিছুই ঘটতে পারে। বাদ পড়ে যাওয়ায় আমরা বিপর্যস্ত। এটি দুঃখজনক তবে টি-টোয়েন্টি খেলাটাই এমন।’

টিম সাউদির সঙ্গে তার গড়ে ওঠা বিধ্বংসী পেসজুটির কথাও বলেন বোল্ট, ‘আমরা একসঙ্গে অনেক বল করেছি। সেই আনন্দের স্মৃতিগুলো আমার সঙ্গেই থেকে যাবে।’ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্বের ইতি টানলেও অবসরের বিষয়ে কিছু বলেননি বোল্ট।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS