ভিডিও

থাইল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা নারী হকি দলের

প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০৯:২২ রাত
আপডেট: জুন ১৫, ২০২৪, ০৯:২২ রাত
আমাদেরকে ফলো করুন

জয় দিয়ে সিঙ্গাপুরে হতে থাকা এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্ট শুরু করেছেন বাংলার নারীরা। নিজেদের প্রথম ম্যাচে ৫-৪ গোলে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। দারুণ নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অর্পিতা পাল।

 

ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই গোল হজম করে বাংলাদেশ পিছিয়ে পড়ে। এর মিনিট তিনেকের মাথায় ইমা নাদিরার গোলে সমতা টানে বাংলাদেশ। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে অর্পিতা পালের গোলে ম্যাচে লিড নেয় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে ফাতেমা-তুজ-জোহরার গোলে ৩-১ হয় স্কোরলাইন।

দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় থাইল্যান্ড। দুই গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় তারা। তৃতীয় কোয়ার্টারে দুই দলই একটি করে গোল করে। থাইল্যান্ড ৪২ মিনিটে এগিয়ে গেলে পরের মিনিটেই পেনাল্টি স্ট্রোক থেকে গোল শোধ করেন অপির্তা।  

 

ম্যাচের শেষ কোয়ার্টারে বাংলাদেশের জয়সূচক গোলটি করেন কনা আক্তার।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS