ভিডিও

ফ্রান্সের সামনে আজ বেলজিয়াম

প্রকাশিত: জুলাই ০১, ২০২৪, ০৩:০৩ দুপুর
আপডেট: জুলাই ০১, ২০২৪, ০৩:০৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোর লড়াইয়ে আজ সোমবার রাত ১০টায় ফরাসিদের সামনে বেলজিয়াম। এমবাপ্পের ধারণা সেই লড়াইয়ে বাক্সবন্দী করে রাখতে তার ভাঙা নাক টার্গেটে পরিণত হতে পারে!

টুর্নামেন্টের শুরুতে অস্ট্রিয়ার বিপক্ষে সংঘর্ষে নাক ভাঙে এমবাপ্পের। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে না খেললেও শেষ ম্যাচে ফেরেন তিনি। তাতে পোল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে ফরাসি ফরোয়ার্ড সুরক্ষা মাস্ক পরেই মাঠে নেমেছিলেন। পেনাল্টি থেকে আসা একমাত্র গোলটিও করেন তিনি। এমবাপ্পের মতে এই সুরক্ষা মাস্ক তার জন্য ভীষণ বিরক্তিকর। তবে ম্যাচের আগে নাক নিয়ে বেশি কথা বলতে হয়েছে তাকে, ‘যদি ভাঙা নাক নিয়ে খেলা হয়। আর সেটাতে যদি অস্ত্রোপচার না হয় তাহলে অবশ্যই যে কেউ টার্গেটে পরিণত হতে পারে।’ তার পরেও দেশের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি। তার কথা, ‘যে সিদ্ধান্ত নিয়েছি, বুঝে শুনেই নিয়েছি। অস্ত্রোপচার না করিয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাবে হয়তো এই কারণে কিছুটা আক্রমণের শিকার হচ্ছি। হয়তো আহতও হতে পারি। তার পরেও এই জার্সির জন্য সব কিছু দিতে আমি প্রস্তুত।’

ওই দুর্ঘটনার পর প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এমবাপ্পে। ভয়ে ছিলেন হয়তো এই কারণে পুরো টুর্নামেন্ট থেকেই তিনি ছিটকে যাবেন, ‘যখন মুখে আঘাতটা পাই তখনও ধারণা ছিল না কী হতে যাচ্ছে। টের পাইনি নাকটা ভেঙে গেছে। গোলকিপারের দিকে তাকানোর পরই বুঝতে পারি কিছু একটা ভুল হয়েছে। তার পর ড্রেসিং রুমে যাওয়ার পর আমাকে ঘিরে যা হচ্ছিল, তাতে মনে হয়েছে আমি বোধহয় বাড়ি ফিরে যাচ্ছি।’ ওই সময় অভিজ্ঞতটা যে সুখকর ছিল না সেটাও জানিয়েছেন তিনি, ‘শুরুর দিকে সব কিছু আমার জন্য কঠিন ছিল। অনেক গুলো অ্যাপয়েনমেন্ট। খুব বেশি ঘুমাতেও পারিনি। দুই রাত ঘুমছাড়া কাটিয়েছি।’

২০১৮ বিশ্বকাপেও বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সেই ম্যাচটা ১-০ গোলে জেতে লে ব্লুরা। তারপর তো শিরোপাই উঁচিয়ে ধরে। এখন পর্যন্ত দুই দল ৭৬ বার মুখোমুখি হয়েছে। বিশ্বকাপ, ইউরো মিলিয়ে সর্বশেষ চার লড়াইয়ে জিতেছে ফ্রান্সই। গোল করেছে ১৩টি। বিপরীতে হমজ করেছে মাত্র ৩টি। ইউরোর সর্বশেষ লড়াইটি অবশ্য খুব পুরোনো। ৪০ বছর আগে! ১৯৮৪ সালের সেই লড়াইয়ে ফ্রান্স গ্রুপ পর্বে প্লাতিনির হ্যাটট্রিকে ৫-০ গোলে জিতেছিল। সেবারেই প্রথমবার ইউরোপিয়ান মর্যাদার আসরের শিরোপা ঘরে তুলেছিল তারা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS