ভিডিও

ওটামেন্ডি-আলভারেজকে নিয়ে আর্জেন্টিনার অলিম্পিক দল

প্রকাশিত: জুলাই ০৩, ২০২৪, ০৪:১৮ দুপুর
আপডেট: জুলাই ০৩, ২০২৪, ০৪:১৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ইনজুরির সঙ্গে লড়তে থাকে আর্জেন্টাইন তারকা মেসিকে ছাড়াই অলিম্পিক দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। এনজো ফার্নান্দেজ অলিম্পিক খেলতে চেয়েছিলেন। কিন্তু ক্লাব ছাড়পত্র দেয়নি। তবে নিকোলাস ওটামেন্ডি, হুলিয়ান আলভারেজ, জেরোমিনো রুল্লির মতো জাতীয় দলের ফুটবলার আছেন আর্জেন্টিনার অলিম্পিক দলে।

এছাড়া উঠতি তারকাদের মধ্যে ক্লদিও এচেভেরি, লুকাস বেলট্রেইন, লুসিয়োনো গুন্দোই, ক্রিস্টিয়ান মেদিনা, এক্সিকুয়েল ফার্নান্দেজ আছেন আর্জেন্টিনার অলিম্পিক দলে। আগামী ২৪ জুলাই অলিম্পিকের ফুটবল ইভেন্ট শুরু হবে। আর্জেন্টিনা গ্রুপ পর্বে মরক্কো, ইরাক ও ইউক্রেনের বিপক্ষে খেলবে। 

আর্জেন্টিনার অলিম্পিক দল: গোলরক্ষক : লিয়ান্দ্রো বেরি (বোকা জুনিয়রস), জেরোমিনো রুল্লি (আয়াক্স)। 
ডিফেন্ডার : মার্কো ডি সিজারে (রেসিং ক্লাব), হুলিও সোলের (লা নাস), জোয়াকিন গার্সিয়া (ভ্যালেজ), গঞ্জালো হুয়ান (সান লরেঞ্জ), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), ব্রুনো আমিওনি (সান্তোস মেক্সিকো)।

মিডফিল্ডার : এক্সিকুয়েল ফার্নান্দেজ (বোকা জুনিয়রস), সান্তিয়াগো হেজে (অলিম্পিয়াকোস গ্রিস), ক্রিস্টিয়ান মেদিনা (বোকা জুনিয়রস), কেভিন জেনোন (বোকা জুনিয়রস)। 

ফরোয়ার্ড : জুলিয়ানো সিমিওনে (অ্যাথলেটিকো মাদ্রিদ), লুসিয়ানো গুন্দোই (আর্জেন্টিনা জুনিয়রস), থিয়াগো আলমাদা (আটালান্টা ইউনাইটেড), ক্লদিও এচেভেরি (রিভার প্লেট), হুলিয়ান আলভারেজ (ম্যানসিটি), লুকাস বেলট্রেইন (ফিওরেন্টিনা)।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS