ভিডিও

কোপা জিতে সপরিবার ছুটিতে মেসি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৭:৪৮ বিকাল
আপডেট: জুলাই ২৪, ২০২৪, ০৭:৪৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা ফাইনালে ইনজুরিতে মাঠ ছাড়তে হয় মেসিকে। তবে লাউতারো মার্টিনেজের গোলে শিরোপা নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। অধিনায়ক হিসেবে আরেকটি শিরোপা উঁচিয়ে ধরে বেশ খুশি মেসি।

যদিও কোপা জয়ের পর শিরোপা উদযাপনে দেশে যেতে পারেননি। পায়ের চিকিৎসার জন্য রয়ে যান আমেরিকায়। একই কারণে খেলতে পারছেন না ইন্টার মিয়ামির হয়েও। এ সুযোগে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। কোপা আমেরিকা ফাইনালে পাওয়া চোট এখনও ঠিক হয়নি। লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ডান পায়ের গোড়ালিতে বাঁধা ব্যান্ডেজ। কিন্তু মেসি রয়েছেন খোশ মেজাজে। আর্জেন্টিনাকে কোপা চ্যাম্পিয়ন করে এখন ছুটি কাটাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তার সন্তানেরা। আর আছেন ক্লাব ফুটবলে মেসির দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ। উরুগুয়ের এই স্ট্রাইকারও সপরিবারে একই সঙ্গে ছুটি উপভোগ করছেন। ফ্লোরিডার সমুদ্রে তাদের ছুটি উপভোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রোকুজ্জো নিজেই।

বুধবার যুক্তরাষ্ট্রের মেজর লিগে ইন্টার মিয়ামির খেলা রয়েছে। সেই ম্যাচে মেসি এবং সুয়ারেজ খেলতে পারবেন না। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘বুধবার আমরা মেসি এবং সুয়ারেজকে পাব না। গোড়ালির চোটের জন্য খেলতে পারবেন না মেসি। সুয়ারেজ আন্তর্জাতিক সূচির জন্য ৪০ দিন দলের সঙ্গে নেই।’

২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছিলেন মেসি। তার নেতৃত্বে পর পর দু’বার কোপা আমেরিকাও জয় করেছে তারা। ফলে ফুরফুরে মেজাজে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তার সেই মেজাজই ধরা পড়েছে ফ্লোরিডায়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS