ভিডিও

অলিম্পিকের ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

প্রকাশিত: আগস্ট ০৭, ২০২৪, ০২:৫১ দুপুর
আপডেট: আগস্ট ০৭, ২০২৪, ০২:৫১ দুপুর
আমাদেরকে ফলো করুন

২০০৮ সালে সবশেষ অলিম্পিক ফুটবলের ফাইনালে ওঠেছিল ব্রাজিলের মেয়েরা। দীর্ঘ সময় পর এবার ফের ফাইনাল নিশ্চিত করতে পেরেছে দেশটি। সেমিফাইনালে গতকাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে এখন সোনা জেতার সবশেষ ধাপে ব্রাজিলিয়ান মেয়েরা।

ব্রাজিলের নারী ফুটবল দলের সবথেকে বড় তারকা মার্তা। নারী এবং পুরুষদের ফুটবল মিলিয়ে সেলেসাওদের হয়ে সবথেকে বেশি গোল করা এই তারকা ছয়বার বর্ষসেরা মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন। তবে ক্যারিয়ারে এখনো পর্যন্ত একবারও অলিম্পিক সোনা জেতা হয়নি তাঁর। এই আক্ষেপ ঘোচানোর সুযোগ এবার পাচ্ছেন মার্তা।

 

ফাইনালে সোনা জয়ের লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। অপর সেমিফাইনালে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে দলটি।

এদিকে অলিম্পিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড অবশ্য খুব এক সুখকর নয়। গ্রেটেস্ট শো অন আর্থে যুক্তরাষ্ট্র রেকর্ড চারবার স্বর্ণপদক জয় করেছে। ব্রাজিল ২০০৪ এবং ২০০৮ সালের অলিম্পিকে ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার তাই মার্তাদের সামনে সোনা জয় নিশ্চিত করার পাশাপাশি প্রতিশোধ নেয়ারও সুযোগ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS