ভিডিও

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : নেপালের কাছে হার বাংলাদেশের

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০৭:১৪ বিকাল
আপডেট: আগস্ট ২৩, ২০২৪, ০২:৪৯ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ জিতেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমি নিশ্চিত করে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় নেপালেরও। আজ বৃহস্পতিবার কাঠমান্ডুতে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল। সে লড়াইয়ে স্বাগতিক নেপাল জিতে গ্রুপসেরা হয়েই খেলবে সেমিফাইনালে।

বাংলাদেশ হেরেছে দুই মিনিটে দুই গোল খেয়ে। ১৭ মিনিটে নেপাল প্রথম গোল পায় বাংলাদেশের কিপারের মেহেদী হাসান শ্রাবণের হাস্যকর ভুলে। প্রতি আক্রমণ থেকে বল আসে বাংলাদেশেনর সীমনায়। বক্স ছেড়ে অনেক বাইরে আসা বল আটকাতে গিয়ে চরম ব্যর্থতার পরিচয় দেন শ্রাবণ। তার কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন নেপালের সমীর তামাং। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন নেপালের নিরাঞ্জন ধামি। ৪৩ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ।

মিরাজুল গোল করে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কয়েকটি সুযোগ পেলেও ম্যাচে সমতা আনতে পারেনি। ড্র হলেও বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতো। হেরে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে। শুক্রবার ভারত ও মালদ্বীপের ম্যাচের ফল ঠিক করবে বাংলাদেশের প্রতিপক্ষ।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS