ভিডিও

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৭:২২ বিকাল
আপডেট: আগস্ট ২৪, ২০২৪, ০৭:২৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে ৫৬৫ রান করে ১১৭ রানের লিড পায় টাইগাররা।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ২৩ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তানে। এতে ৯৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। রাওয়ালপিন্ডি টেস্টে কাল শেষ দিন। তাই অনুমান করা যাচ্ছে ড্রয়ের পথেই এগোচ্চে এই টেস্ট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। দলীয় ৫ রানে ৩ বলে ১ রান করা পাক ওপেনার সায়েম আয়ুবকে সাজঘরে ফেরান পেসার শরিফুল ইসলাম। সায়েমের বিদায়ের পর ক্রিজে আসেন পাক অধিনায়ক শান মাসুদ।

তাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক। শেষ পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান সংগ্রহ করে দিন শেষ করে পাকিস্তাম। শফিক ৩১ বলে ১২ ও মাসুদ ২৬ বলে ৯ রানে অপরাজিত আসছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS