ভিডিও

যে কারণে দ্বিতীয় টেস্টের দলে নেই শরিফুল

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৩:৪৭ দুপুর
আপডেট: আগস্ট ৩১, ২০২৪, ০৩:৪৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : গত এক বছরে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও দলের হয়ে বড় অবদান রেখেছেন এই পেসার। তবে দ্বিতীয় টেস্টে পাওয়া যাচ্ছে না তাকে। কুঁচকির চোটের কারণে আপাতত মাঠের বাইরে থাকতে হবে বাঁহাতি এই পেসারকে। তবে চোট খুব গুরুতর নয়। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, ভারত সিরিজের আগেই সেরে উঠবেন তিনি।

আজ শনিবার (৩০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে শরিফুলের চোটের বিষয়টি জানায় বিসিবি। সেখানে আরও জানানো হয়, প্রথম টেস্টের পর থেকেই কুঁচকিতে অস্বস্তির বিষয়টি জানিয়েছিলেন শরিফুল। পরীক্ষার পর সেটা নিশ্চিত হয়েছে বিসিবি। 

এ প্রসঙ্গে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘প্রথম টেস্টের পর শরিফুলের একটি এমআরআই করা হয়েছে। পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা জানতে পারি, চোট এখনও প্রাথমিক পর্যায়ে আছে। সাধারণত এসব চোট সারতে বেশি সময় লাগে না। সে ইতোমধ্যে পুনর্বাসন শুরু করে দিয়েছে।’

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS