ভিডিও

রুমিয়া নার্সিং কলেজ এ নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশিত: জুলাই ০৯, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট: জুলাই ০৯, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

রুমিয়া নার্সিং কলেজ এ নিয়োগ বিজ্ঞপ্তি


শিক্ষাগত যোগ্যতা
ক) বিএনএমসি-এর হালনাগাদ থাকতে হবে ।
খ) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রীসহ কমপক্ষে মাস্টার্স ইন নার্সিং/এমডিএইচ অথবা নার্সিং সম্পর্কিত বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
গ) বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত (০৭) বছরের নার্সিং শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রতি বিষয়ে ১জন করে এমবিবিএস পাস।

ক) এমবিবিএস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী খ) প্রভাষক হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম ০৩ বছরের অভিজ্ঞতা।
গ) স্বীকৃত জার্নালে ন্যূনতম ০৩ (তিনটি) প্রকাশনা থাকতে হবে।
ক) এমবিবিএস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী/ডিপ্লোমা।
খ) সহকারী অধ্যাপক হিসেবে নুন্যতম ০৪ (চার) বৎসর সহ মোট ০৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ) স্বীকৃত জার্নালে ন্যূনতম ০৬ (ছয়টি) প্রকাশনাসহ সহকারী অধ্যপক হিসাবে ন্যূনতম ০৩ (তিনটি) প্রকাশনা থাকতে হবে।

অব নার্সিং, মেডিকেল এন্ড সাজির্কেল | প্রতি বিষয়ে নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, ২জন করে | ক) বিএসসি ইন নার্সিং বা সমমানের ডিগ্রী । ইন্সট্রাক্টর সাইকিয়াট্রিক নার্সিং, ইমার্জেন্সি এন্ড | মোট=১৪ ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, নার্সিং


ক) বিএসসি ইন নার্সিং সহ সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি ইন নার্সিং অথবা সমমানের ডিগ্রী ।
খ) প্রভাষক সংশ্লিষ্ট বিষয়ে ০৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
গ) স্বীকৃত জার্নালে ন্যূনতম ০৩ (তিনটি) প্রকাশনা থাকতে
হবে।
ক) বিএসসি ইন নার্সিং সহ সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি ইন নার্সিং ।
খ) সহকারী অধ্যাপক হিসেবে নুন্যতম ০৪ (চার) বৎসর সহ মোট০৭ বছরের অভিজ্ঞতা ।
গ) স্বীকৃত জার্নালে ন্যূনতম ০৬ (ছয়টি) প্রকাশনাসহ সহকারী অধ্যপক হিসাবে ন্যূনতম ০৩ (তিনটি) প্রকাশনা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীগণকে আবেদন, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, বিএমডিসি/বিএনএমসি-এর হালনাগাদ রেজিস্ট্রেশন এবং দুই কপি সত্যায়িত ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে চেয়ারম্যান বরাবর ই-মেইল বা উপরোক্ত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো ।

বি:দ্র: এই নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তন, পরিবর্ধন ও স্থগিত/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


চেয়ারম্যান

রুমিয়া নার্সিং কলেজ
দ্বীন টাওয়ার, মেইন রোড সংলগ্ন, নওগাঁ

ই-মেইল: ngnrumiyanursing@gmail.com



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS