ভিডিও

এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের সংবর্ধনা

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট: জুলাই ১৩, ২০২৪, ০৭:০৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

এলজিইডি সদর দপ্তরে ১৩ জুলাই ২০২৪ এলজিইডি কল্যাণ সমবায় সমিতি লিঃ (এলকেএসএস)-এর সদস্যভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। ২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের  পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এলকেএসএস-এর সভাপতি ও এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন। সভায় সভাপতিত্ব  করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ। এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের উদ্দেশ্যে প্রধান প্রকৌশলী বলেন, তোমাদের সাফল্যে আমরা গর্বিত। ভালোভাবে পড়া-লেখা করলে চলতে ফিরতে সমস্যা হবে না। তোমাদের মেধা ও শ্রম দেশের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই তোমরা সারা বিশে^ বাংলাদেশের মুখ উজ্জ্বল করো। অনুষ্ঠানে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS