ভিডিও

মজার কৌতুক

প্রকাশিত: মে ২০, ২০২৪, ০৮:২৫ রাত
আপডেট: মে ২০, ২০২৪, ১১:৫৫ রাত
আমাদেরকে ফলো করুন


ধর্ম ক্লাসে স্বর্গ-নরক ব্যাখ্যা করার পর শিক্ষক প্রশ্ন করলেন, ‘তোমরা কে কে স্বর্গে যেতে চাও হাত তোল।‘
সবাই হাত তুলল শুধু একজন ছাড়া।

: কী ব্যাপার, তুমি স্বর্গে যেতে চাও না?
: না স্যার, মা আজ তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে।
 

শিক্ষক: বল তো পৃথিবীর আকার কী রকম?
ছাত্র: গোলাকার স্যার।

শিক্ষক: বেশ বেশ! এবার প্রমাণ দাও যে কি করে বুঝলে পৃথিবী গোল।

ছাত্র: জোরালো প্রমাণ আছে, স্যার। প্রথম সাপ্তাহিক পরীক্ষায় চ্যাপ্টা লিখে শূন্য পেয়েছি। দ্বিতীয় সাপ্তাহিক পরীক্ষায় চৌকোনা লিখেও শূন্য পেলাম। তারপর লিখলাম পৃথিবী লম্বা, তাও আপনি কেটে দিয়েছেন। শেষে অনেক ভেবেচিন্তে লিখেছিলাম তিনকোনা, তাও আপনি কেটেই দিলেন। তা হলে আর বাকি রইল কী? গোল হওয়া ছাড়া পৃথিবীর আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না।

সংগ্রহে: ইব্রাহিম হোসেন, সুত্রাপুর বগুড়া। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS