ভিডিও

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১১

প্রকাশিত: সেপ্টেম্বর ০৭, ২০২৪, ১০:১৩ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৭, ২০২৪, ১০:১৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

ক্ষমতাসীন জান্তা বাহিনীর বিমান হামলায় মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানে ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। নিহত এবং আহতদের সবাই বেসামরিক।

শান প্রদেশে সক্রিয় জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) মুখপাত্র এলওয়ে ইয়ে উ’ এএফপিকে বলেন , “বৃহস্পতিবার রাত আনুমানিক ১ টার দিকে (শান প্রদেশের) নামকাম শহরের দুই এলাকায় বিমান থেকে গোলাবর্ষণ করেছে জান্তা বাহিনী। এতে ১১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।”

প্রসঙ্গত, চীনের সীমান্তবর্তী প্রদেশ শানের নামকাম শহর থেকে চীনের  সীমান্ত মাত্র ৫ কিলোমিটার দূরে। গত মার্চ মাসে সেনাবাহিনীকে হটিয়ে এই শহরটির নিয়ন্ত্রণ নেয় টিএনএলএ।

গত অক্টোবর থেকে মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু করে বিভিন্ন জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠীর মধ্যে অগ্রসারিতে রয়েছে টিএনএলএ। শান প্রদেশের অধিকাংশ এলাকা বর্তমানে নিয়ন্ত্রণ করছে এই গোষ্ঠীটি।

সম্প্রতি জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এক ঘোষণায় বলেছেন যে ২০২৫ সালে নির্বাচন হবে মিয়ানমারে এবং তার আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকা পুনরুদ্ধার করবে সেনাবাহিনী।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS