আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি স্কুল এবং একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই বর্বার হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতদের ৮ জন উত্তর গাজার জাবালিয়ায় হালিমা আল-সাদিয়া স্কুলের শরণার্থী তাঁবুতে ছিলেন। আর ৫ জন ছিলেন মধ্য গাজার নুসেইরাত শিবিরে। খবর : রয়টার্স
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হামাসের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রের অভ্যন্তরে কর্মরত সন্ত্রাসীদের ওপর সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। শুক্রবারও গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।