ভিডিও

‘ট্রাম্প প্রেসিডেন্ট হলে পুতিন কিয়েভে বসে থাকতেন’

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৪:২৭ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০১:১৩ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে কিয়েভ এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দখলে থাকতো বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ায় কমলার সঙ্গে প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কে এমন মন্তব্য করেন তিনি। খবর : ইন্ডিয়া টুডে 

বিতর্কের সময় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়ে ট্রাম্প বলছিলেন, তিনি হোয়াইট হাউজে ফিরে গেলে ২৪ ঘণ্টার মধ্যে সংঘাত ‘মীমাংসা’ করতে পারেন। ট্রাম্প জানান, প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রেখেছেন তিনি। এসময় তিনি প্রতিশ্রুতি দেন, ‘প্রেসিডেন্ট হওয়ার আগেই যুদ্ধের মীমাংসা করব।’ তিনি বলেন, ‘আমি যুদ্ধ বন্ধ করতে চাই। আমি জীবন বাঁচাতে চাই।’ এসময় কমলাকে উদ্দেশ করে ট্রাম্প বলেছিলেন, তিনি কী চান রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন জয়ী হোক। জবাবে হ্যারিস বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে, পুতিন এখন কিয়েভে বসে থাকতেন।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS