আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সীমান্তে গত বৃহস্পতিবার হামলায় অন্তত তিনজন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে সুন্নি ইসলামিস্ট জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সীমান্তের কাছে সিস্তান-বালুচেস্তান প্রদেশে মীরজাভেহতে এই হামলা হয়েছে। ইরনার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গাড়িতে থাকা বন্দুকধারীরা সীমান্তরক্ষীদের গাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে দুই সেনা ও একজন অফিসার নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছে বেসামরিক একজন ব্যক্তি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।