আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পূর্ব জেরুজালেমের কাছে বন্দুকধারীর হামলায় এক ইসরায়েলি কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলি পুলিশ বলছে, অধিকৃত পশ্চিম তীরের মালে আদুমিম বসতির কাছে মহাসড়কে যানজটে আটকে থাকা গাড়িগুলো লক্ষ্য করে তিনজন বন্দুকধারী গুলি চালায়। এতে একজন ইসরায়েলি কর্মকর্তাসহ তিনজন নিহত হয়। ইসরায়েলি বাহিনী পাল্টা গুলি চালিয়ে দুই বন্দুকধারীকে হত্যা করেছে এবং তৃতীয়জনকে গ্রেফতার করেছে। সূত্র : আল জাজিরা
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।