ভিডিও

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ১২:৩৮ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৫:০৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক চালকসহ আট জন মারা গেছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। য়ুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় একটি খামারের কর্মীরা একটি ভ্যানে করে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে একটি পিকআপ আসলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। 

দুর্ঘটনার ব্যাখ্যা করে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রল অফিসার জাভিয়ের রুভালকাবা বলেন, সংঘর্ষে পিকআপ ভ্যানটি ছিটকে সড়কের পাশে বাদাম ক্ষেতে গিয়ে পড়েছে। এতে দুর্ঘটনায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। তিনি আরও জানান, ভ্যানটির পেছনের দিকে থাকা এক খামারকর্মী ভাগ্যক্রমে বেঁচে গেছেন। আহতবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করা হচ্ছে, তিনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন।

ভ্যানের আরোহীরা সিটবেল্ট পরিহিত অবস্থায় ছিলেন না উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ভ্যানের আরোহীদের মধ্যে মাত্র দুজন সিটবেল্ট বেঁধেছিলেন। তারা সবাই যদি সিটবেল্ট বাঁধতেন, হয়তো এমন পরিণতি না-ও হতে পারতো। এদিকে ঘটনার এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছেন, দুর্ঘটনার আগে কালো পিকআপটি রাস্তায় এলোমেলোভাবে চলছিল। এতে ওই প্রত্যক্ষদর্শীর সন্দেহ, পিকআপের চালক হয়তো মাদক গ্রহণ করে থাকতে পারেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS